সালকিয়ায় তুলোর গুদামে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল

0
1

উৎসবের মরশুমে আচমকাই হাওড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। আজ, বুধবার বিকেল চারটে নাগাদ সালকিয়ায় তুলোর গুদামে বিধ্বংসী আগুন লেগে যায়। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।

আরও পড়ুন: বোলপুরে বেসরকারি ব্যাঙ্কে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকল

বুধবার বিকেলে আচমকাই হাওড়ার সালকিয়ায় তুলোর দুটি গুদামে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। এলাকা জনবসতিপূর্ণ হওয়ায় আগুন নেভানোর কাজে বেগ পেতে হয় দমকলকর্মীদের। যদিও যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করে একটি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।অন্যটিতে আগুন নেভানোর কাজ এখনও চলছে।

কীভাবে এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান শর্টসার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে।