Entertainment: কলকাতায় ‘ভালোবাসার সুরে ঠিকানা’ খুঁজে নিলেন কুমারশানুর ছেলে জান

0
1

তাঁর সুরে সুর মিলিয়েছে আপামর ভারতবাসী। তাঁর রোমান্টিক গানের (Romantic song) আবেগ ছুঁয়ে গেছে সব ‘প্রিয়তমা’দের। ৩০ বছর পর এবার সেই রাস্তায় কুমার শানুর (Kumar Sanu) ছেলে জান (Jaan)। ‘প্রিয়তমা মনে রেখো’ গানের অ্যালবামে যিনি কুমার শানুকে দিয়ে গাইয়ে ছিলেন তোমার সুরে সুর বেঁধেছি, সেই অরূপ-প্রণয় জুটির প্রণয় আজ নেই। তাই গান বাঁধলেন অরূপ বন্দ্যোপাধ্যায় (Arup Banerjee) একাই। এবার সেই গান গাইলেন কুমার শানুর পরবর্তী প্রজন্ম অর্থাৎ জান।

দক্ষিণ কলকাতার ইমামী আর্ট সভাঘরে অরূপ বন্দ্যোপাধ্যায়ের সুরে “ভালোবাসার সুরে ঠিকানা” শীর্ষক মিউজিক ভিডিওর আনুষ্ঠানিক প্রকাশ হল। এই মিউজিক ভিডিওতে গান গেয়েছেন জান। মা রিতা ভট্টাচার্যর প্রযোজনায় জি মিউজিক (Zee Music)থেকে প্রকাশিত এই মিউজিক অ্যালবামমটির গীতিকার প্রিয় চট্টোপাধ্যায় (Priyo Chatterjee)। ভিডিওটিতে অভিনয় করেছেন নয়নিকা এবং অরিজিৎ। ভিডিও অ্যালবাম প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক তোচন ঘোষ, সুরকার তপন সিনহা, সাংবাদিক মানস চক্রবর্তী সহ প্রমুখরা ।