‘দুয়ারে রেশন’ প্রকল্প অবৈধ। কারণ, এটি ২০১৩ জাতীয় সুরক্ষা আইনের পরিপন্থী বলে রায় দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বুধবার, বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চের মতে, এই আইনে এই প্রকল্পের কোনও গ্রহণযোগ্যতা নেই। হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট (Supreme Court) যাওয়ার সম্ভাবনা রাজ্যের।
বিধানসভা ভোটের প্রতিশ্রুতি অনুযায়ী, তৃতীয়বার ক্ষমতা আসার পরেই সেই প্রকল্প বাস্তবায়নের পথে হাঁটে সরকার। কিন্তু এই প্রকল্পের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় হাই কোর্টে। সেই মামলার শুনানিতেই এদিন দুয়ারে রেশন প্রকল্পের আইনি বৈধতা নেই বলে জানিয়ে দিল উচ্চ আদালত। অভিযোগ,
পরিকল্পনা রূপায়ণ করতে নিমরাজি ছিলেন কয়েকজন রেশন ডিলার। প্রথমে কলকাতা হাই কোর্টে একটি মামলা হয়। কিন্তু সেই মামলা খারিজ করে দেয় আদালতে। পরে বিচারপতি চিত্তরঞ্জন দাশ এবং বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে নতুন করে মামলা দায়ের হয়। সেই মামলাতেই ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আইনি বৈধতা নেই বলে জানান বিচারপতিরা। এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য।