উৎসবের আবহে বাড়ছে উদ্বেগ। করোনা কাটিয়ে পুজোর (Durga Puja) আনন্দে সামিল আট থেকে আশি সকলেই। এবার সেই উৎসাহে জল ঢালার জন্য রাজ্যে হাজির ডেঙ্গি (Dengue)। গত ২৪ ঘন্টায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃ*ত্যু হয়েছে তিনজনের। সূত্রের খবর, এখনও পর্যন্ত রাজ্যে মত মৃ*ত্যু হয়েছে ২৮ জনের। স্বাস্থ্য দফতরের (Health department) বুলেটিন বলছে আক্রান্তের সংখ্যাটা ১৮ হাজার ছড়িয়ে গেছে।
বাড়ছে ডেঙ্গির দাপট। পুজোর আগেই রাজ্যজুড়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গি (Dengue) । যা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় রোজই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পিছিয়ে নেই জেলাগুলিও। কলকাতা সংলগ্ন জেলা উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও দার্জিলিংয়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। একদিনে তিনজনের মৃ*ত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। বিশেষজ্ঞরা বলছেন যত দ্রুত সম্ভব এই ভাইরাসের সঙ্গে মোকাবিলা করার পথ খুঁজে বের করতে হবে, না হলে বিপদ আরও বাড়তে পারে। দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে পাঁচশোর গণ্ডি।