রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গত কয়েক মাসে কোটি কোটি টাকা নগদ উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা (Investigative agency)। এবার সেই তালিকায় নতুন নাম নন্দীগ্রাম (Nandigram)। রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিজের জায়গা থেকে এবার লক্ষ লক্ষ টাকা নগদ উদ্ধার। পেশায় দিনমজুর (laborer) এক যুবকের বাড়ি থেকে উদ্ধার প্রায় দু লক্ষ টাকা।

নন্দীগ্রাম এক নম্বর ব্লকের দাউদপুর অঞ্চলের নয়নান গ্রামে এক যুবক হঠাতই বেশ কয়েকদিন ধরে দেদার টাকা খরচ করছে বলে চোখে পড়ে স্থানীয়দের। এরপর তারা জানতে পারেন সম্পত্তি কেনায় বিপুল টাকা বিনিয়োগ করছেন ওই যুবক। সন্দেহবশতই পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা। সেই মতোই পরিকল্পনা মাফিক সুযোগের অপেক্ষা করছিল কলেজ। শেষ পর্যন্ত মঙ্গলবার সন্ধ্যায় নন্দীগ্রাম থানা এলাকার বাসিন্দা ওই যুবকের বাড়িতে হানা দিয়ে নগদ ২ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ৷ সঙ্গে উদ্ধার হয়েছে সোনার গয়নাও৷ যদিও আগেভাগেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত যুবক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান কোনও অপরাধ বা বেআইনি কাজের মাধ্যমে এত টাকা আর গয়না মজুদ করতে পেরেছেন অভিযুক্ত।










































































































































