সাত দিন পর কাটল যাত্রী দুর্ভোগ। এসবিএসটিসি (SBSTC) বাস পরিষেবা(Bus Service) চালু হল রাজ্য জুড়ে। বাঁকুড়া থেকে বসিরহাট, ধনেখালি থেকে ধর্মতলা, সর্বত্রই স্বাভাবিক হল বাস পরিষেবা (Bus Services) । কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন বাসকর্মীরা , আপাতত স্বস্তি জেলায় জেলায়। লক্ষী পুজো পর্যন্ত কোনও আন্দোলন বা কর্মবিরতির সিদ্ধান্ত নয় এমনটাই বাস মালিক সূত্রে খবর।

ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, দুর্গাপুর, কলকাতা, সর্বত্রই খুশি হাওয়া। অস্থায়ী বাস কর্মীদের কর্ম বিরতি উঠে গেল, আজ বুধবার থেকে স্বাভাবিক ছন্দে চালু হয়েছে বাস পরিষেবা। সাধারণ মানুষের পাশাপাশি খুশি স্বয়ং পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasish Chakraborty)। পুজোর দিনগুলোতে মানুষের দুর্ভোগ এড়াতে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। বাস মালিকদের দাবি দেওয়া নিয়ে পুজোর পরে বৈঠক হবে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশাবাদী পরিবহন মন্ত্রী।










































































































































