বিল্ডিং প্ল্যান পাশের অনুদান মামলায় স্বস্তিতে অনুব্রত মণ্ডল

0
1

তৃতীয়ায় কিছুটা স্বস্তিতে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বিল্ডিং প্ল্যান পাশের অনুদান মামলায় এখনই সিবিআই (CBI) নয়, স্পষ্ট জানাল আদালত (Calcutta High Court)। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (Division Bench) জানিয়েছে, মামলার পক্ষে এই মুহূর্তে পর্যাপ্ত নথি নেই। তাই এখনই সিবিআই হস্তক্ষেপের কোনও প্রয়োজনীয়তা নেই।

গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুব্রত মণ্ডল আপাতত রয়েছেন আসানসোলের সংশোধনাগারে। তবে সেই মামলার পাশাপাশি নির্মাণ নকশার ছাড়পত্রের জন্য অনুদান-মামলায় নাম জড়িয়েছে অনুব্রত মণ্ডল এবং বোলপুর পুরসভার। বুধবার ছিল সেই মামলার শুনানি। হাইকোর্টে ডিভিশন বেঞ্চের নির্দেশে স্বস্তি পেল বোলপুর পুরসভাও(Bolpur Municipal Corporation)। এ দিন কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই মুহূর্তে অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ করবে না তারা। মামলায় কোনও রকম হস্তক্ষেপ করবেন না বিচারপতিরা। কারণ অভিযোগের সপক্ষে একেবারে গ্রহণযোগ্য কোনও যুক্তি বা নথি তুলে ধরা হয়নি আদালতের সামনে। তাই আপাতত এই মামলায় কোনও নির্দেশ দেওয়া হচ্ছে না। প্রয়োজনীয় নথির জন্য বোলপুর পুরসভার চেয়ারপার্সনের কাছে আবেদন জানাতে পারেন মামলাকারী। তখন মামলাকারীকে নথি দেবে বোলপুর পুরসভা। প্রয়োজন হলে ফের আদালতের দ্বারস্থ হতে পারবেন মামলাকারী।