উৎসবের মুখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর আনল মোদি সরকার(Modi govt)। বুধবার মহার্ঘ ভাতার পরিমাণ ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করার সিদ্ধান্তে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা(Central Ministry)। অর্থাৎ ৪ শতাংশ বাড়ানো হলো ডিএ(DA)।

এদিন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকের পর, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অনুরাগ ঠাকুর ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন। অনুরাগ ঠাকুর জানিয়েছেন, এই ৪ শতাংশ ডিএ এবং ডিআর বৃদ্ধির ফলে চলতি অর্থবর্ষে কেন্দ্রের কোষাগার থেকে বাড়তি ১২,৮৫২ কোটি টাকা খরচ হবে। কিন্তু ডিএ এবং ডিআর বৃদ্ধির ফলে দেশের কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা লাভবান হবেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বছরে দুবার সংশোধিত হয়। প্রথমটি হয় ১ জানুয়ারি, আর দ্বিতীয়টি ১ জুলাই। গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিল। সেবার ৩১ শতাংশ থেকে বাড়িয়ে ৩৪ শতাংশ করা হয়েছিল ডিএ। এবার তা বাড়িয়ে করা হল ৩৮ শতাংশ।
















































































































































