এবার টয় ট্রেনে চালু হল এসি ভিস্তা ডোম কোচ সহ রেস্তোরাঁ

0
1

ফের চালু হল টয় ট্রেন। সোমবার নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত টয়ট্রেন পরিষেবা শুরু হয়। তবে এবার এই টয়ট্রেন পরিষেবায় নয়া সংযোজন এসি ভিস্তা ডোম কোচ সহ রেস্তোরাঁ।

সোমবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল সেই টয় ট্রেনের। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই টয়ট্রেন সপ্তাহে তিন দিন চলবে এনজেপি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে এনজেপি। সোম , বুধ এবং শনিবার এনজেপি থেকে এই ট্রেনটি আসবে দার্জিলিংয়ে । অন্যদিকে দার্জিলিং থেকে মঙ্গল, বৃহস্পতি এবং রবিবার এই ট্রেনটি আসবে এনজেপিতে। এই নতুন কোচের মাধ্যমে টয় ট্রেনের যাত্রীরা তাদের সফরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এছাড়াও থাকছে রেস্তোরাঁ । যেখান থেকে তাঁরা নিজেদের প্রয়োজনমতো খাবার চাইলেই কিনে নিতে পারবেন।

সোমবার এই ভিস্তা ডোম কোচের উদ্বোধন করেন উত্তর- পূর্ব সীমান্ত রেলওয়ের আধিকারিকরা। যাত্রী পিছু এই কোচের ভাড়া ১৫০০ টাকা । উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জেনারেলের ম্যানেজার জানান, যাত্রী পরিষেবাকে আরও উন্নত করার জন্য এই ধরনের পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়া হয়েছে । পরবর্তীতে কার্শিয়াং, দার্জিলিং এর মতো স্টেশন গুলিকেও আরও উন্নত করে তোলার জন্য বিভিন্ন প্রচেষ্টা চালানো হবে। এক্ষেত্রে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।