ফের NIA -এর নজরে PFI। মঙ্গলবার সকাল থেকেই দেশজুড়়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI)-এর বিরুদ্ধে দ্বিতীয় দফার  অভিযান চালাচ্ছে NIA ও আট রাজ্যের পুলিশ। উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাট, অসম, কর্নাটক সহ প্রায় আট রাজ্যে চলছে অভিযান। ইতিমধ্যেই দিল্লি থেকে আটক করা হয়েছে সমাজকর্মী শাহিন কওসরকে। শাহিনবাগে সিএএ (CAA) বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। সেই সঙ্গে দিল্লির বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এছাড়াও দেশজুড়ে ইতিমধ্যেই প্রায় ২৫০ জনকে আটক করা হয়েছে। কারফিউ জারি করা হয়েছে দিল্লির একাংশে।

আরও পড়ুন:সন্ত্রাস দমনে দেশজুড়ে NIA অভিযান, কলকাতায় গ্রেফতার ১

গত বৃহস্পতিবারের NIA-এর অভিযানে কেরালা থেকে ধৃত PFI কর্মী শফিক পায়াথকে জেরায় একের পর চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। তল্লাশি এবং ধৃতদের জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি। আট রাজ্যের পুলিশের সঙ্গে অভিযানে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও।

মঙ্গলবার অসমের নাগারবেরা এলাকা থেকে পিএফআই-য়ের সঙ্গে যুক্ত চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ‘পিএফআই-এর বিরুদ্ধে আমাদের অভিযান জেলার অনেক জায়গায় চলছে’ বলে দাবি করেছেন এডিজিপি (স্পেশাল ব্রাঞ্চ) হীরেন নাথ। নাসিক পুলিশ পিএফআই-এর সঙ্গে যুক্ত দু’জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। পরে তাদের আদালতে তোলা হবে। “মালেগাঁও শহরে অভিযান চলছে,” নাসিক পুলিশ সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে।এছাড়াও  উদুপি জেলার বিভিন্ন স্থানে পিএফআই নেতাদের বাড়িতেও পুলিশ অভিযান চালিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই অভিযানের সময় বিভিন্ন মামলায় চারজনকে হেফাজতে নেওয়া হয়েছে।







 
 
 
 
 
































































































































