শোয়েব মালিকের ( Shoaib Malik) সমর্থনে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কটাক্ষ করতে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) উদাহরণ টানলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল (Kamran Akmal)। তাঁর মতে একজন ক্রিকেটার খেলার মধ্যে থাকলে, বয়স কখনও বাঁধা হতে পারেনা। এশিয়া কাপের পর পাকিস্তানের টি-২০ বিশ্বকাপের দলেও সুযোগ পাননি শোয়েব।

এই নিয়ে আকমল বলেন,” শোয়েব কি ছন্দে নেই? ও কি ফিট নয়? পাকিস্তানের হয়ে খেলার মতো অবস্থায় থাকলে ওকে খেলানো উচিত।”
আকমলের মতে শুধু বয়সের জন্য কাউকে বাদ দেওয়া ঠিক নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, “ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে কুক খেলছে। ধোনি এখনও আইপিএল খেলছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দু’বছর আগে অবসর নিয়েছে। ওকে কি কেউ খেলতে বারন করেছিল? ধোনি-কুকরা নিশ্চয়ই পাগল নয়। জানি না পাকিস্তানে বয়সকে কেন এত গুরুত্ব দেওয়া হয়।”

উল্লেখ্য, গত বছর টি-২০ বিশ্বকাপে পাকিস্তান দলে ছিলেন শোয়েব মালিক। ২০২১ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার দেশের হয়ে খেলেন তিনি।
আরও পড়ুন:কোভিডের কারণে ফের ছিটকে গেলেন শামি, দলে বাংলার শাহবাজ















































































































































