মহালয়া হয়ে গিয়েছে গতকাল। সূচনা হয়েছে দেবীপক্ষের।চারিদিকে সাজো সাজো রব। গোটা শহর সেজে উঠছে শারদ আনন্দে। কিন্তু বিক্ষোভরত চাকরি প্রার্থীদের এখনও অবস্থান করছেন গান্ধীমূর্তির পাদদেশে। পুজোর আগে নিয়োগের দাবিতে সোমবার বিকাশ ভবনে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা। পুজোর সময়ও বাড়ির পরিজনদের কাছে তাঁরা যেতে পারছেন না। এই অবস্থার যাতে সমস্যার সমাধান হয়, সেই কারণে তাঁদের দাবি পুজোর আগে অন্তত যেন একটা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেই কারণে সোমবার তাঁরা শিক্ষা কমিশনার এবং প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করীর জন্য জমায়েত হন।
শিয়ালদহ স্টেশন চত্বরে জমায়েত, আচমকা মিছিলের ফলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়। শিয়ালদা স্টেশন চত্বরেই রাস্তা আটকায় পুলিশ। আন্দোলনকারীদের কয়েকজনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, বিক্ষোভকারী চাকরি প্রার্থীদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন বিকাশ ভবনে। দলে থাকছেন শহীদুল্লাহ, অভিষেক সেন, মতিউর রহমান, পলাশ মণ্ডল, তনয়া বিশ্বাস, আবু নাসের ঘরামী।
প্রসঙ্গত, ৫৬০ দিন অতিক্রান্ত হয়েছে চাকরি প্রার্থীদের এই আন্দোলন। একাধিকবার তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন। দেওয়া হয়েছে নিয়োগের প্রতিশ্রুতি। তার বাস্তবায়ন দেখতে না পেয়েই এ দিন আবারও বিকাশ ভবনে যেতে চাইছেন তাঁরা।













































































































































