আদালতে মুখ পুড়ল CBI-এর, সুবীরেশের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

0
3

আদালতে মুখ পুড়ল সিবিআইয়ের।সোমবার আদালত সিবিআই হেফাজতের আর্জি খারিজ করে দিয়ে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।আদালত সূত্রের খবর, বিচারক সিবিআই আইনজীবীর কাছে আরও জানতে চান, এই ৬ দিন সুবীরেশ তাঁদের হেফাজতে থাকা সত্ত্বেও তদন্ত কতটুকু অগ্রসর হল। তদন্তের গতি প্রকৃতি সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক।

সুবীরেশের আইনজীবী আদালতে জানান, সিবিআই শুধু শুধু তাঁর মক্কেলকে আটকে রেখেছে। কিছুই জিজ্ঞাসাবাদ করা হয়নি। বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলে হেফাজতে নিয়ে সুবীরেশকে অযথা হেনস্তা করা হচ্ছে। এতে তাঁর মানসিক উত্পীড়ন বাড়ছে। সিবিআই হেফাজতের মেয়াদ শেষে এদিন আবার আলিপুর আদালতে তোলা হয় প্রাক্তন এসএসসি চেয়ারম্যান(SSC) এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে (Subires Bhattacharya)। গত ১৯ সেপ্টেম্বর নিজাম প্যালেসে টানা ৬ ঘণ্টা  জেরা করার পর তদন্তে অসহযোগিতার অভিযোগে সুবিরেশকে গ্রেফতার করে সিবিআই। সিবিআইয়ের অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে বড়সড় ভুমিকা রয়েছে সুবীরেশের।

এদিন সুবীরেশ ভট্টাচার্যের হাজিরা নিয়েও আদালতের ভর্ত্সনার মুখে পড়ে সিবিআই। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর এদিন তাঁকে আদালতে হাজির করা হয়। কেন এত দেরি হল জানতে চান সিবিআই আদালতের বিচারক। যানজটের কারণে দেরির কথা শুনে আরও রেগে যান বিচারক। তিনি বলেন তা হলে বাকিরা কী করে এলেন।