‘কখনও কখনও চ‍্যালেঞ্জ নিতে হয়’, ম‍্যাচ শেষে বললেন সূর্যকুমার

0
4

রবিবার অস্ট্রেলিয়াকে (Australia) ৬ উইকেটে হারিয়ে তিন ম‍্যাচের টি-২০ সিরিজ ঘরে তুলেছে ভারতীয় দল (India Team)। সৌজন্যে সূর্যকুমার যাদবের (Suriya Kumar Yadav) দুরন্ত ইনিংস। ৩৬ বলে ৬৯ রান করেন তিনি। আর দলের হয়ে এরকম দরন্ত ইনিংস খেলে উচ্ছসিত সূর্যকুমার। বললেন, এরকম ভাবনা নিয়েই সব ম্যাচ খেলি। এ ভাবেই নিজেকে প্রয়োগ করার চেষ্টা করি। অনুশীলনে এ ভাবে ব্যাট করার চেষ্টা করি।

ম‍্যাচের পর সূর্যকুমার বলেন,” পরিস্থিতি যা ছিল, তাতে চালিয়ে খেলতেই হত। ভেবে চিন্তেই ঝুঁকি নিয়েছি। দু’তিনটে শট মাথায় ছিল। মিড অফ এলাকা দিয়ে বল মারার চেষ্টা করেছি। এ রকম ভাবনা নিয়েই সব ম্যাচ খেলি। এ ভাবেই নিজেকে প্রয়োগ করার চেষ্টা করি। অনুশীলনে এ ভাবে ব্যাট করার চেষ্টা করি।”

এর পাশাপাশি তিনি আরও বলেন,” চার নম্বরে ব্যাট করতে ভালবাসি। এই জায়গায় ব্যাট করা যেমন চ্যালেঞ্জের তেমনই দায়িত্বেরও। টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই খেলছি। নিজেকে যতটা সম্ভব প্রকাশ করার চেষ্টা করছি। গুটিয়ে থেকে লাভ নেই। সাহসী ক্রিকেট খেলতে চাই।”

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেলেও, একটা বিষয় নিয়ে চিন্তিত রোহিত