আরও  ৬৫ জনকে পুজোর আগে চাকরি দেওয়ার নির্দেশ হাই কোর্টের

0
2

২০১৬ সালে প্রাথমিক যে টেট পরীক্ষা হয়েছিল তাতে ৬ টি প্রশ্ন ভুল ছিল৷ যাঁরা সেই প্রশ্নগুলির  উত্তর দিয়েছিলেন তাঁদের পুরো নম্বর দেওয়ার নির্দেশ দেয় আদালত।  ওই প্রশ্নের ভিত্তিতে ৬ নম্বর পাওয়া ১৮৫ জন প্রার্থীকে আগেই চাকরির নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ ভুল প্রশ্নে ৬ নম্বর পাওয়া এমন আরও  ৬৫ জনকে পুজোর আগে চাকরি দেওয়ার নির্দেশ দিলেন তিনি। শূন্য পদ না থাকলে, পদ তৈরি করে চাকরি দিতে হবে বলে নির্দেশ বিচারপতির৷

সেই পদে ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ করতে হবে। নিয়োগ করতে হবে সংশ্লিষ্ট টেট উত্তীর্ণদের। এদিন হাই কোর্টের নির্দেশে পুজোর আগেই প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি পেতে চলেছেন আরও ৬৫ জন।

প্রসঙ্গত, ২০১৪ সালে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে যোগ্যতার মান যাচাইয়ের পরীক্ষা হয়। পরবর্তীকালে সেই পরীক্ষার ফল বের হয়। ভুল প্রশ্নপত্র নিয়ে মামলা শুরু করা হয়। সেই মামলার প্রেক্ষিতে আগেই ১৮৫ জনকে চাকরিতে নিয়োগ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তা চলতি মাসেই বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৯ সেপ্টেম্বর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ইন্টারভিউ নেওয়া হয়। চাকরির সুপারিশপত্র বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদকে পাঠিয়ে দেওয়া হয়।