প্রায় ১০০ জন মহিলা ও স্কুল ছাত্রীদের পোশাক বিতরণ  করল ‘ইচ্ছেডানা’

0
1

পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে।মহালয়ার সুরে সুর মিলিয়ে আনন্দে মেতেছে আম জনতা। সেই আনন্দে দুঃস্থদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এল ‘ইচ্ছেডানা’। ২৫ সেপ্টেম্বর প্রায় ১০০ জন মহিলা ও স্কুল ছাত্রীদের পোশাক বিতরণ  করল তারা। পানিহাটী মহোৎসব তলায় এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ত্বরা।  

পানিহাটী ‘ইচ্ছেডানা’ পথ চলা শুরু করে ২০১৮ সালে। পুরুলিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা সহ অন্যান্য জেলার দুঃস্থ মানুষের কল্যাণে নিয়মিত কাজ করে চলেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন।

সম্পাদক রাজেশ হালদার বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দি। পুজোয় প্রচুর মানুষ আছেন, যারা এই আনন্দে সামিল হতে পারেন না।তাদের মধ্যে কিছু মানুষের পাশে দাঁড়াতে আমরা ‘ইচ্ছেডানা’ ১০০ জনের হাতে নতুন পোশাক তুলে দিলাম।