রবিবাসরীয় মহালয়ার সন্ধ্যায় ইতিহাসের সাক্ষী থাকল শহর কলকাতা। বিধান সরণির অ্যাটলাস ক্লাবের পুজো উদ্বোধনে হাজির ক্যামফার, মলি, লিজা ও ডিঙ্কি। কিন্তু এরা কারা! এরা প্রত্যেকেই কলকাতা পুলিশের ডগ স্কোয়ার্ডের সক্রিয় সদস্য।

এবারের পুজোর অন্যতম আকর্ষণ ছিল বিধান সরণির অ্যাটলাস ক্লাবের পুজো। তারা আয়োজন করেছে পোষ্য বান্ধব পুজোর। আর সেখানেই মহালয়ার দিন সেই পুজোর উদ্বোধনে হাজির হল ক্যামফার, মলি, লিজা ও ডিঙ্কি৷

কলকাতা পুলিশের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে, ‘মহালয়ার সন্ধ্যায় এক অতি বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মলি, ক্যামফর, লিজা, ও ডিঙ্কি। আপনারা হয়তো এদের চেনেন না, কিন্তু এরা সকলেই আমাদের ডগ স্কোয়াড-এর সদস্য। যে অনুষ্ঠানে তারা প্রধান অতিথি হয়ে যায়, তা হল কলকাতার প্রথম পোষ্য বান্ধব দুর্গাপুজোর উদ্বোধন, সৌজন্যে বিধান সরণি অ্যাটলাস ক্লাব। এবং এই প্রথম কোনও দুর্গাপুজোয় অংশগ্রহণ করল আমাদের ‘ডগ স্কোয়াড’। আপনাদের জন্য রইল কিছু মুহূর্তের ছবি, যাতে আমাদের সহকর্মীদের আনন্দ ভাগ করে নিতে পারেন আপনারাও।’
আরও পড়ুন- Tripura: চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষকের মিছিলে পুলিশের লাঠি, আহত বহু









































































































































