রবিবার হায়দরাবাদে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তৃতীয় টি-২০ (T-20) ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া (Team India)। সিরিজের ফলাফল ২-১। এই জয়ের ফলে টি-২০ বিশ্বকাপের আগে অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলবে ভারতীয় দলকে। তবে এই জয় পেলেও চিন্তিত ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দলের ডেথ বোলিং নিয়ে ম্যাচের পর বলতে শোনা গেল তাকে।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন,”বেশ কিছু জায়গায়, বিশেষ করে ডেথ বোলিং নিয়ে আমাদের কাজ করতে হবে। যশপ্রীত বুমরাহ ও হর্ষাল প্যাটেল অনেক দিন পর ফিরছে। অস্ট্রেলিয়ার মিডল ও লোয়ার অর্ডারের শক্তি বিচার করলে, ওদের বল করা অত্যন্ত কঠিন। সেদিকে আমি দেখতে চাই না। ওরা দীর্ঘ বিরতির পর ফিরছে, সময় লাগবে। আশা করি, ওরা আবারও ছন্দে ফিরে আসবে।”
তবে দলের সামগ্রিক পারফরম্যান্সে খুশি রোহিত শর্মা। সেই নিয়ে তিনি বলেন, “আমরা ভালো খেলা দেখাতে চেয়েছিলাম, এবং আমরা সেটি ভালোভাবেই করেছি। সব থেকে বড় ইতিবাচক বিষয় হল ব্যাটার বা বোলাররা বল ও ব্যাট হাতে নিজেদের মেলে ধরেছে। যখন আপনি বসে এই সমস্ত কিছু হতে দেখেন, ম্যানেজমেন্ট হিসেবে আপনার ভালো লাগে।”
এর পাশাপাশি তিনি আরও বলেন,” কখনও কখনও আপনি অনেক কিছু করতে গিয়ে ভুল করে ফেলেন। তবে এটাই টি-২০ ক্রিকেট, আর ভুলের সম্ভাবনা খুব কম থাকে। আমার মনে হয়েছে আমরা আমাদের সুযোগ নিয়েছি, আমরা সাহসী ছিলাম। কখনও কখনও সেটি কাজে আসেনি, তবে এই শিক্ষা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।”