মহালয়ার পরের দিনেও দক্ষিণ কলকাতা থেকে জেলা বিভিন্ন প্রান্তে পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার, চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ (Pujo Pandal) থেকে রাজ্যজুড়ে ২৫৩ টি পুজোর উদ্বোধন করেন তিনি। এদিন, শুরু হয় খিদিরপুর থেকে। তালিকা লম্বা। মণ্ডপ থেকেই রাজ্যবাসীকে ডেঙ্গি সচেতনতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
খিদিরপুর অঞ্চলে এদিন বিকেল চারটে থেকে পরপর উদ্বোধন শুরু করেন মুখ্যমন্ত্রী। খিদিরপুরে দুটি পুজোর উদ্বোধন করেন মমতা। খিদিরপুর ২৫ পল্লি, ৭৪ পল্লি সেরে মুখ্যমন্ত্রী চলে যান বেহালা (Behala)। বেহালায় নতুন দল, বরিষা ক্লাবের পুজোর উদ্বোধন করেন মমতা। সেখান থেকে যান অজেয় সংহতি, ৪১ পল্লি। এরপর মুখ্যমন্ত্রী চলে আসেন কসবা অঞ্চলে। সেখানে বোসপুকুর তালবাগান ও বোসপুকুর শীতলা মন্দিরের পুজো উদ্বোধন করেন তিনি। সেখানেই মমতা বলেন, রাজ্যে ডেঙ্গি ছড়াচ্ছে। জ্বর হলেই রক্ত পরীক্ষা করানো, মশারি টাঙানো ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলে মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রীর গন্তব্য আদি বালিগঞ্জ, ২১ পল্লি, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব ও কালীঘাট মিলন সংঘ।

খিদিরপুরে (Khidirpur) গিয়ে মমতা বলেন, এখানে এতো পুজো হয় আগে কেউ জানত না। “এই এলাকা একেবারে ভারতের মতো। সবাই মিলেমিশে বসবাস করে।” পুজোর থিমেরও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- নৃশংস নির্যাতন, রুশ জেল থেকে মুক্তির পর ইউক্রেন সেনার কঙ্কালসার ছবি ভাইরাল
পুজোয় বৃষ্টিরপূর্বাভাস রয়েছে। সেই নিয়ে আশঙ্কা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, আবহাওয়া একেবারে ডুবিয়ে না দিলেই হল। একইসঙ্গে আইন শৃঙ্খলা নিয়েও এলাকার প্রশাসনিক কর্তাদের সচেতন করে মুখ্যমন্ত্রী।








































































































































