কয়লা পাচার মামলায় ইডির তলবে হাজিরা দিলেন কলকাতা পুলিশের ডিসি (সাউথ) আকাশ মাঘারিয়া। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির সদর দফতরে নির্দিষ্ট নথি নিয়ে হাজিরা দেন তিনি। আকাশ মাঘারিয়াকে জিজ্ঞাসাবাদ করছে ইডি আধিকারিকরা। তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে বলে ইডি সূত্রের খবর।

আরও পড়ুন:কয়লা পাচার কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডির

ইডির দাবি, কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত লালার সঙ্গে যোগাযোগ ছিল আকাশ মাঘারিয়ার। লালাকে নানাভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আকাশ মাঘারিয়ার বিরুদ্ধে। এদিন এইসকল বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ইডি সূত্রের দাবি। অন্যদিকে একই মামলায় চলতি মাসের ২৮ তারিখ জ্ঞানবন্ত সিংকে দিল্লিতে ইডির সদফতরে তলব করা হয়েছে।

এর আগে আরও আটজনকে কয়লা মামলায় তলব করেছিল ইডি। এইসব আধিকারিকরা নানা সময়ে পুরুলিয়া, পশ্চিম্বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে বিভিন্ন পদে ছিলেন। আগে যাঁদের তলব করা হয়েছিল, সেই তালিকায় জ্ঞানবন্ত ছাড়াও ছিলেন আইপিএস শ্যাম সিং, রাজীব মিশ্র, তথাগত বসু, সুকেশ জৈন, ভাস্কর মুখোপাধ্যায়, এস সেলভামুরুগন ও কোটেশ্বর রাও।এদের মধ্যে অনেকে হাজিরাও দেন ইডি দফতরে। কিন্তু, জ্ঞানবন্ত সিং হাজিরা দেননি।









































































































































