এবার ভারত থেকে রুপিতে পণ্য আমদানির দাবি বাংলাদেশের ব্যবসায়ীদের

0
1

খায়রুল আলম, ঢাকা

বাংলাদেশের (Bnagladesh)আমদানি করা বেশিরভাগ পণ্য এবং কাঁচামাল মূলত প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং চিন (India and China)থেকে আসে। ভারত থেকে প্রায় ১৬ বিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশে আসে, চিন থেকে আসা পণ্যের পরিমাণ প্রায় ১৪ বিলিয়ন ডলার। কিন্তু আমদানির গ্রাফ উপরে উঠলেও দুটি দেশে বাংলাদেশের রফতানি করে আয় এখনও তিন বিলিয়ন ডলারের নিচে। সম্প্রতি অর্থনৈতিক মন্দার (Economic recession) কারণে বাংলাদেশে তীব্র ডলার সংকট দেখা যায়। তখন বিকল্প ব্যবস্থা হিসেবে চীন-বাংলাদেশ বাণিজ্যে বিকল্প মুদ্রা হিসেবে ইউয়ান লেনদেনের অনুমোদন দেওয়া হয়। এবার রুপিতে ভারত থেকে পণ্য আমদানির সুযোগ চান বাংলাদেশের ব্যবসায়ীরা। শনিবার অর্থাৎ ২৪ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে এক মতবিনিয়ময় সভায় এ দাবি জানান মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (MCCI) সভাপতি সাইফুল ইসলাম (Saiful Islam)। এই বিষয়ে সাইফুল ইসলাম বলেন, ভারত থেকে ১৬ দশমিক ৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করা হয় বাংলাদেশে। এর মধ্যে এক-চতুর্থাংশও যদি রুপিতে করা হয়, তাহলে চার বিলিয়ন ডলার বাঁচবে। এতে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমবে। বাংলদেশের সরকারের মতে এতে বৈদেশিক বাণিজ্যে ডলারের একক আধিপত্য ভাঙবে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ কমবে।