আচমকাই অসুস্থ হয়ে পড়লেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর । শনিবার রাতে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, খাদ্যে বিষক্রিয়াজনিত সমস্যার জেরেই এই অসুস্থতা। তবে এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে।
আরও পড়ুন:ফিরল স্বস্তি, উঠল কুড়মিদের অবরোধ

জানা গেছে, শনিবার রাত আটটা নাগাদ নিজের অফিসেই কাজ করছিলেন ডেবরার বিধায়ক। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। দলের কর্মীরা তাঁকে প্রথমে ডেবরার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারিরীক অবস্থার অবনতি ঘটলে পরে রাত ১০টা ৪০ মিনিট নাগাদ তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, খাদ্যে বিষক্রিয়ার ফলেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর। আজ এসএসকেএম হাসপাতালে তাঁর একাধিক শারীরিক পরীক্ষা করা হবে বলে জানা গেছে।

সূত্রের খবর, হুমায়ুন কবীর চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার। অবসর নেওয়ার দুমাস আগেই তিনি চাকরি থেকে ইস্তফা দিয়ে কালনায় তৃণমূলে যোগ দেন। একুশের বিধানসভা নির্বাচনেও জয়লাভ করে বিধায়ক হন তিনি।










































































































































