১) ঝুলন গোস্বামীর বিদায়ী সিরিজকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন তাঁর সতীর্থরা। তেমনটাই হল। ইংল্যান্ডকে তাদের মাটিতেই এক দিনের সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে নজির গড়লেন হরমনপ্রীত কৌররা। শনিবার সিরিজের তৃতীয় ম্যাচে ১৬ রানে জিতল ভারত। হরমনদের ১৬৯ রানের জবাবে ইংল্যান্ড করল ১৫৩ রান।

২) বিশ্বকাপ না পাওয়ার দুঃখ নিয়েই বিদায় নিতে হল ঝুলন গোস্বামীকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলার পেসার। ২০ বছরের কেরিয়ার শেষে থামল ‘চাকদহ এক্সপ্রেস’। ঝুলনের বিদায়ী ম্যাচে ঝুলনকে জড়িয়ে ধরে কাঁদলেন হরমপ্রীত কৌর।
৩) ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর ক্রিকেট জীবনের বিদায়বেলায় সমাজমাধ্যমে একের পর এক ফুটে উঠল শুভেচ্ছা বার্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় শুভেচ্ছা জানালেন তাকে।

৪) রবিবার কলকাতা লিগের প্রিমিয়ার ‘এ’ ডিভিশনের সুপার সিক্স রাউন্ডের ম্যাচে নামছে ময়দানের অন্যতম দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মহামেডান। লাল-হলুদের প্রতিপক্ষ খিদিরপুর এবং মহামেডান খেলবে এরিয়ানের বিরুদ্ধে।

৫) কলকাতা লিগ খেলবে না এটিকে মোহনবাগান।আইএসএলের আয়োজক এফএসডিএল-এর অনুমতি মেলেনি। তাই এবারও কলকাতা লিগে খেলবে না মোহনবাগান। শনিবার সরকারিভাবে আইএফএ-কে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হল ক্লাবের তরফে।
আরও পড়ুন:কলকাতা লিগ খেলবে না এটিকে মোহনবাগান














































































































































