শুভেন্দুর মুখে ঝামাঘষে সবুজ ঝড়! ময়না সমবায় সমিতিতে বিপুল জয় তৃণমূলের

0
1

ফের ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফের একবার নিজের গড় বাঁচাতে ব্যর্থ তৎকাল-সুবিধাবাদী এই বিজেপি নেতা। ফের একবার শুভেন্দু গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের ময়নাতেও
সমবায় নির্বাচনে সবুজ ঝড় অব্যাহত।

বিরোধী দলনেতার নিজের জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথির পর এবার ময়নাতেও জিতল তৃণমূল। একটিও আসন পেল না বিজেপি। লাইন দিয়ে ভোট দিলেন দুই গ্রামের বাসিন্দারা। ভোট মিটল নির্বিঘ্নেই। ফলে মানুষ যে বিজেপি ও শুভেন্দুর দিক থেকে মুখ সরিয়ে নিয়েছেন, এই সমবায় সমিতির নির্বাচনে সেই ছবির প্রতিফলন ঘটলো।

প্রসঙ্গত, ময়না ব্লকের দক্ষিণ ময়না সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে আসনসংখ্যা ১২। একটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল তৃণমূল। বাকি আসনগুলিতে ভোট হয় শুক্রবার। এই ভোটকে কেন্দ্র করে সকাল থেকেই টানটান উত্তেজনা ছিল এলাকায়। যদিও কোনও অশান্তির খবর নেই। সুষ্ঠুভাবেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন স্থানীয় মাসমচক ও দক্ষিণ ময়নার গ্রামের ৯২৮ জন বাসিন্দারা। ফলাফল বেরোতে দেখা যায়, ১১টি আসনেই জিতলেন শাসকদলের প্রার্থীরা।

আরও পড়ুন- ত্রিপুরা বিজেপিতে ফের ভাঙন, বিধায়ক পদ ও অনুগামীদের নিয়ে দল ছাড়লেন বুরবা মোহন ত্রিপুরা