মিরাক্কেল খ্যাত অগ্নিদগ্ধ রনির শারীরিক অবস্থার উন্নতি

0
1

খায়রুল আলম, ঢাকা: গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ মিরাক্কেল খ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থার উন্নতি হয়েছে। শনিবার তাঁকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। একইসঙ্গে আহত পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানকেও সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় পুলিশের একটি অনুষ্ঠান করতে গিয়েছিলেন রনি। এসময় অনুষ্ঠানে মঞ্চের পেছনে বিস্ফোরিত হয় গ্যাস বেলুন। রনি পাশেই ছিলেন। আর এতে কৌতুক অভিনেতা  রনিসহ পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেলুন বিস্ফোরণে আবু হেনা রনির দেহের ২৫ শতাংশ এবং কনস্টেবল জিল্লুর রহমানের দেহের ১৯ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।