শুক্রবার অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে টি-২০ (T-20) সিরিজে দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জেতে ভারতীয় দল (India Team)। এই জয়ের ফলে সিরিজে সমতা ফেরায় ভারতীয় দল। আর এই ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ৪৬ রানে অপরাজিত থাকেন তিনি। তবে ম্যাচের সমস্ত হাইলাইটস কেড়ে নেন দিনেশ কার্তিক (Dinesh Karthik)। ম্যাচ জিততে ভারতের দরকার ছিল ১০ রান। ড্যানিয়েল স্যামসের প্রথম দুই বলে ছয় এবং চার মেরে চার বল বাকি থাকতেই দলকে জিতিয়ে আরও একবার ফিনিশার হিসাবে নিজেকে প্রমাণ করেন দীনেশ কার্তিক। যদিও এর কোন কৃতিত্ব নিতে রাজি নন তিনি।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে তার ফিনিশার হয়ে ওঠার পিছনে রহস্য কী? জানতে চাওয়া হলে কার্তিক বলেন,”অনুশীলনে এই ধরনের বিভিন্ন পরিস্থিতি তৈরি করে সেই অনুযায়ী খেলার চেষ্টা করি। অনেক দিন ধরেই এটা করছি। আরসিবি-র পরে ভারতীয় দলেও একই কাজ করছি। এখন আমার দৈনন্দিন কাজের অংশ হয়ে গিয়েছে এটা। রাহুল ভাই এবং বিক্রম রাঠৌর আমাকে অনেক সাহায্য করেন। কী ভাবে আমার অনুশীলন করা দরকার, কোন শট খেলা দরকার, সব বলে দেয়।নির্দিষ্ট বিষয় নিয়ে অনুশীলন করতে ভালবাসি। একটানা বেশি ক্ষণ অনুশীলন করা আমার ধাতে নেই। বিশেষ কিছু বিষয়ে জোর দেওয়ার চেষ্টা করি।”

ফিনিশ নিজে করলেও রোহিত শর্মার পারফরম্যান্সকে কৃতিত্ব দিচ্ছেন কার্তিক। তিনি বলেন,” রোহিত শর্মা অসাধারণ ব্যাটিং করেছেন। আমি শেষের দুটি বল পেয়েছি, যেটা হয়েছে সেটা চেষ্টা করেছি মাত্র। রোহিত শর্মা আজ অসাধারণ ব্যাটিং করেছেন। নতুন বলে সেই উইকেটে সেই শট খেলা বিশ্বমানের বোলারদের পক্ষে সহজ নয়। শুধু ভারতীয় ক্রিকেটে নয়, বিশ্ব ক্রিকেটে রোহিত শর্মা কত বড় খেলোয়াড় তা তিনি দেখিয়েছেন। তাঁর ফাস্ট বোলারদের খেলার খুব ভালো ক্ষমতা আছে যা তাঁকে বিশেষ করে তোলে।”
আরও পড়ুন:রোনাল্ডোকে দোষী সাব্যস্ত করল ইংল্যান্ড ফুটবল সংস্থা















































































































































