বাংলাদেশ পাচারের আগে পুলিশের জালে আন্তর্জাতিক মোবাইল পাচারচক্রের ২ পান্ডা

0
1

বড়সড় আন্তর্জাতিক পাচারচক্রের হদিশ (International Mobile Trafficking) পেল গোপালনগর থানার পুলিশ (Gopalnagar Police)। পাচারের আগেই ৭২টি মোবাইল এবং ৫৭১০ বাংলাদেশি টাকা-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। শুক্রবার সন্ধেয় গোপালনগর থানা এলাকার ১৬ নম্বর রেলগেট থেকে ইমরান মণ্ডল এবং আনোয়ার হোসেন নামে দুই ব্যক্তি ধরা দেয় পুলিশের জালে।

মোবাইল ব্যবসায়ী ইমরান আনোয়ার হোসেন মারফত চুরি যাওয়া মোবাইলগুলিকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল ধৃতরা। সেই সময় গোপালনগর থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে। আনোয়ার হোসেন বাংলাদেশের যশোরের বাসিন্দা, সে ব্যবসায়িক ভিসা (Business Visa) নিয়ে ১০ দিন আগেই ভারতে প্রবেশ করেছিল। অন্যজন গোপাল নগরের বাসিন্দা ইমরান, তার মারফত এই মোবাইল ফোনগুলিকে পাচার করার চেষ্টা করা হয়েছিল।

বনগাঁর এসপি (SP) জয়িতা বসু (Jayita Basu) জানান, শুক্রবার সন্ধেয় গোপালনগর থানার পুলিস গোপালনগর থানা এলাকা থেকে ইমরান মণ্ডল এবং আনোয়ার হোসেন নামে দুই মোবাইল পাচারকারীকে গ্রেফতার করে। ধৃতদের সঙ্গে আর কে বা কারা জড়িত সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে।