মোদির উপর হামলার ছক! ইডি-র জালে PFI-এর ১০০ জন সদস্য

0
2

ভারতের প্রধানমন্ত্রী উপর হামলার ছক! অভিযোগ, নরেন্দ্র মোদির (Narendra Modi) উপর হামলার ছক ছিল মুসলিম মৌলবাদী সংগঠন ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’র। গত ১২ জুলাই বিহারে মোদির জনসভায় হামলার ছক কষছিল বলে সংগঠনের এক সদস্যের থেকে জানতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। পিএফআই সদস্য শফিক পায়েত ইডিকে এই তথ্য জানায় বলে দাবি তদন্তকারী সংস্থার।

কর্ণাটক-সহ (Karnataka) দেশের অন্তত ১০টি রাজ্যে অভিযান চালায় NIA ও ED। নামে দেওয়া হয় ‘অপারেশন অক্টোপাস’। জঙ্গিদের অর্থ জোগানো-সহ একাধিক অভিযোগে শফিক পায়েত-সহ PFI-এর ১০০ জন সদস্যকে গ্রেফতার করা হয়। অভিযোগ, ১০০ কোটি টাকারও বেশি সংগ্রহ করেছিল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া।

ধৃতদের জেরা করে ইডি জানতে পারে, চলতি বছর ১২ জুলাই মোদির পাটনার সভায় তাঁর উপর হামলার ছক ছিল মৌলবাদী সংগঠনটির। তাদের আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরেই PFI-এর মাধ্যমে পাক মদতপুষ্ট সংগঠনে জঙ্গি নিয়োগ করে বলে অভিযোগ। এনআইএ-এর এই অভিযোগে সিলমোহর দিল ইডি।