গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার এনামুলকে এবার জিজ্ঞাসাবাদ করতে চায় CID

0
1

গরুপাচার মামলায় আগেই সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে এখন জেলবন্দি এবার এনামুল হক। এবার তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি। এনামুল বর্তমানে বিহারের তিহার জেলে বন্দি। সিআইডি গরুপাচার কাণ্ডের যে তদন্ত করছে, সেখানেও মূলচক্রী হিসেবে নাম উঠে এসেছে এনামুল হকের। তার পরিচিত এক ব্যবসায়ীকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে সিআইডি। এবার এনামুলকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন করতে চলেছে সিআইডি। আদালতের অনুমতি পেলে তিহার জেলে গিয়েই সিআইডি তদন্তকারীরা এনামুল জিজ্ঞাসাবাদ করতে পারেন।

অন্যদিকে, এনামুল হকের তিন ভাগ্নের নামেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিআইডি। একাধিকবার নোটিশ দিলেও তাঁরা হাজিরা দেননি। তাই জারি গ্রেফতারি পরোয়ানা।

উল্লেখ্য, গরুপাচার মামলায় চলতি বছর ফেব্রুয়ারিতে এনামুল হককে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেখানেও মূল চক্রী হিসেবে নাম রয়েছে এনামুলের।