পুজোর আগেই বাড়ছে ডেঙ্গির (Dengue) দাপট। চিন্তা বাড়ছে রাজ্যের স্বাস্থ্য দফতরের। স্বাস্থ্য দফতরের (Health department) পরিসখ্যান অনুযায়ী, গত এক সপ্তাহে রাজ্যে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪ হাজার ২২৪। এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৯২।

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, হাওড়ায় গত এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখা বেড়েছে ৫১৬ জন। মুর্শিদাবাদে এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫০৫ জন। হুগলিতে ৪৯৭ জন এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন। কলকাতায় এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা ৪৬৭। বাঁকুড়া পুর এলাকাতেও বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বাঁকুড়া পুরসভা সূত্রে খবর, বাঁকুড়া পুরসভার ২৪টি ওয়ার্ডে গত ২ সপ্তাহে ১২৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। DEN 3 স্ট্রেনের দাপটেই ডেঙ্গুর বাড়বাড়ন্ত, পুজোর আগে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা!
আরও পড়ুন- নিয়োগ দুর্নীতি: শুভেন্দু ঘনিষ্ঠ চঞ্চলের আগাম জামিন খারিজ আদালতে








































































































































