দ্বিতীয় একদিনের ম‍্যাচে অনন্য নজির গড়ল ভারতীয় দল

0
3

বুধবার রাতে ইংল‍্যান্ডকে (England) ৮৮ রানে হারিয়ে একম‍্যাচ বাকি থাকতেই একদিনের সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল (Indian Team)। ভারতের হয় দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তাঁর ১৪৩ রানে অপরাজিত ইনিংসের সুবাদে ৩৩৩ রান করে টিম ইন্ডিয়া। আর এই রানের কারণে একদিনের ক্রিকেটে অনন্য নজির গড়ে ভারতের প্রমিলা ব্রিগেড। । যা মহিলাদের একদিনের ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস হল বুধবার।

 

 

একদিনের ক্রিকেটে ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ রানের ইনিংস ২ উইকেটে ৩৫৮। ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩৫৮ রানের ইনিংস খেলেছিল ভারতীয় দল। সে ম্যাচে ১৮৮ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন দীপ্তি শর্মা। আর বুধবার হরমনপ্রীতের ১৪৩ রানের আগ্রাসী ইনিংসের সুবাদে এক দিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলল ভারত।

এদিকে ইংল‍্যান্ডের বিরুদ্ধে অনন্য নজির গড়লেন হরমনপ্রীত-দীপ্তি শর্মা জুটি। হরমনপ্রীতের সঙ্গে ইনিংসের শেষ পর্যন্ত নট-আউট থাকেন দীপ্তি। সুতরাং হরমনপ্রীত-দীপ্তি জুটি শেষ ৪ ওভারে অবিচ্ছদ্য থাকেন। এই চার ওভারে তাঁরা দলের ইনিংসে ৭১ রান যোগ করেন। অর্থাৎ শেষ চার ওভারে হরমনপ্রীত ও দীপ্তি ওভার প্রতি ১৭.৭৫ রান সংগ্রহ করেন। এমন ধ্বংসাত্মক জুটিতেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ে বসেন দুই ভারতীয় তারকা। মেয়েদের একদিনের ক্রিকেটে সব থেকে বেশি রান-রেটে ৫০ রান তা তারও বেশি রানের পার্টনারশিপের বিশ্বরেকর্ড গড়েন এই জুটি।

আরও পড়ুন:আগামি মরশুম থেকে আইপিএল ফিরছে চেনা ছন্দে, জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট