গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের। মুম্বই রোডে কলকাতাগামী গাড়ি তল্লাশির সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরির ধাক্কায় মোটর ভেইক্যালস অফিসার সহ ১ সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়। নিহত হয়েছেন ঘাতক লরির চালকও। দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার রানিহাটি মোড় এলাকায়।ঘটনার তদন্তে নেমেছে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ।

আরও পড়ুন:পুজোয় খুশির খবর রাজ্য সরকারি কর্মীদের, মাস শেষের আগেই হাতে বেতন

পুলিশ সূত্রের খবর, প্রত্যেকদিনই কোলাঘাট থেকে ধূলাগড় পর্যন্ত ১৬ নম্বর জাতীয় সড়ক মোটর ভেইক্যালের পক্ষ থেকে তল্লাশি চালানো হয়। বুধবার রাতেও চলছিল তল্লাশি। এদিন রাত ২ নাগাদ তল্লাশি চালাচ্ছিল আধিকারিকরা। সঙ্গে প্রতিদিনের মত সিভিক ভলেন্টিয়ারও ছিলেন।

গাড়ি তল্লাশি চালাচ্ছিলেন তাঁরা। এমনসময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে সজোরে একটি লরি ধাক্কা মারে ওই দু’জনকে। লরিটির গতিবেগ এতটাই বেশি ছিল যে দুমড়ে মুচড়ে যায় দুটি গাড়িই। ঘাতক লরিটির চালক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন সিভিক ভলান্টিয়ার ও ওই আধিকারিক।আশঙ্কাজনক অবস্থায় দু’জনে ডাববেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের দুজনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরই দু’জনের মৃত্যু হয়।
এই ঘটনায় জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। চালক কোথা থেকে আসছিলেন, কোনও উদ্দেশ্য নিয়ে তাঁদের দু’জনকে ধাক্কা মারা হয় নাকি সত্যিই এটা নেহাত দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।









































































































































