ফের গণধ*র্ষণের ঘটনায় সংবাদ শিরোনামে উঠে এল যোগীরাজ্য উত্তরপ্রদেশ(UttarPradesh)। ১৫ বছরের এক নাবালিকাকে ধ*র্ষণের পর কেড়ে নেওয়া হল তার পোশাক। ওই বিবস্ত্র অবস্থায় ২ কিলোমিটার পায়ে হেঁটে বাড়ি ফিরল কিশোরী। ভয়াবহ এই ঘটনায় ৫ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে পুলিশ(Police)। গ্রেফতার(Arrest) করা হয়েছে একজনকে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। গত ১ সেপ্টেম্বর বন্ধুদের সঙ্গে স্থানীয় একটি মেলায় গিয়েছিল কিশোরীটি। রাত ৮টা নাগাদ ফেরার সময় দুটি বাইকে আসা পাঁচ যুবক কিশোরীকে অপহরণ করে। এরপর একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। এমনকী ১৫ বছরের ওই কিশোরীর পোশাক কেড়ে নেয় অভিযুক্তরা। এরপর সম্প্রতি বিবস্ত্র অবস্থায় ওই কিশোরীর বাড়ি ফেরার ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায় নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটছে ওই কিশোরী। রাস্তায় লোকজন থাকলেও কেউ তাঁকে সাহায্যে এগিয়ে আসছে না, বরং অনেকেই তাঁর ছবি তুলতে ব্যস্ত। কিশোরী বাড়ি ফেরার পর থানায় অভিযোগ জানাতে যান কিশোরীর কাকা। তবে অভিযোগ পুলিশের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। এরপর জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলে ৭ সেপ্টেম্বর ভোজপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।
কিশোরীর এফআইআরে যে পাঁচ অভিযুক্তের নাম রয়েছে, তারা হল নীতীন, কপিল, অজয়, ইমরান ও নওশে আলি। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সন্দীপ কুমার মীনা জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি, পকসো আইনে এফআইআর দায়ের করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তর এখনও অধরা। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
















































































































































