উৎসবের বাংলাকে অশান্ত করতে ফের পথে CPIM। নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চলছে। বিষয়টি আদালতে বিচারাধীন। কিন্তু তারপরেও সেই বিষয়টিকে নিয়ে রাজনীতি করছে বামেরা। আর এর জেরেই অশান্তি ছড়াচ্ছে। বৃহস্পতিবার, বিক্ষোভের নামে সিপিআইএমের মিছিলকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় রায়গঞ্জের (Raiganj) কর্ণজোড়া। কলকাতা থেকে বাম নেতৃত্ব গিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করেন। দলভারী করতে বহিরাগতদের ভাড়া করে আনা হয় বলে অভিযোগ। পুলিশের (Police) ব্যারিকেড (Barricade) ভাঙা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামানা ছোড়ে পুলিশ।


মিছিলে অশান্তির জেরে এলাকার দোকান-বাজার বন্ধ হয়ে যায়। পুজোর মুখে লোকসান হয় ব্যবসায়ীদের। ব্যাহত হয় যান চলাচল। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। রাজনীতির ময়দানে নিজেদের ভাসিয়ে রাখতে সিপিআইএমের এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেন জেলা তৃণমূল সভাপতি কানইয়ালাল আগরওয়াল। তিনি বলেন, ৩৪ বছর বামেরা কোনও উন্নয়ন করেনি। এখন আন্দোলনের নামে পরিবেশ অশান্ত করছে তারা।










































































































































