Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) এক ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে একদিনের সিরিজ জয় নিশ্চিত করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বুধবার ইংরেজদের ৮৮ রানে হারালেন হরমনপ্রীত কৌররা।

২) ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নজির গড়ল ভারতীয় মহিলা দল। অধিনায়ক হরমনপ্রীত কৌরের অপরাজিত ১৪৩ রানের সুবাদে পাঁচ উইকেটে ৩৩৩ রান তুলল ভারতের প্রমিলা ব্রিগেড। যা মহিলাদের একদিনের ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস।

৩) ডোপ টেস্টে পজিটিভ আশুতোষ মেহতা। যার ফলে তাঁকে দু’বছরের জন্য নির্বাসিত করে অ্যান্টি ডোপিং ডিসিপ্লিনারি প্যানেল। নাডার রিপোর্ট অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি গোয়ায় এটিকে মোহনবাগান-হায়দরাবাদ এফসি ম্যাচের পর আশুতোষের যে মুত্র নমুনা নেওয়া হয়েছিল তাতে মরফিন পাওয়া গিয়েছে।

৪) মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। ১৫ জনের টি-২০ দলে নতুন মুখ কেউ নেই। শেষ সিরিজের দলই ধরে রাখা হয়েছে।

৫) এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ওভালে। ২০২৩ সালে সেই ফাইনাল হবে। পরের বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে লর্ডসে। সেই ফাইনাল খেলা হবে ২০২৫ সালে। জানাল আইসিসি।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ