আবারও মাঝপথে খেলা ছেড়ে উঠে গেলেন ম্যাগনাস কার্লসেন

0
4

আবারও মাঝপথে খেলা ছেড়ে উঠে গেলেন ম্যাগনাস কার্লসেন (Magnus Carlsen )। সিংকুইফিল্ড কাপের পরে জুলিয়াসবায়ের জেনারেশন কাপে খেলার মাঝপথ থেকেই উঠে গেলেন কার্লসেন। এবারেও বিপক্ষে ছিলেন সেই হান্স নিমান। নিমানের বিরুদ্ধে প্রতিযোগিতা ছেড়ে দেন দাবার বিশ্বচ্যাম্পিয়ন।

ম‍্যাচে এদিন নিমান প্রথম চাল দেওয়ার পরে কার্লসেনও প্রথম চাল দেন। তারপরে নিমান দ্বিতীয় চাল দেওয়ার পরেই খেলা ছেড়ে উঠে যান কার্লসেন। তাঁর কম্পিউটারের স্ক্রিনও বন্ধ করে দেন তিনি। গোটা ঘটনায় হতবাক হয়ে যান আয়োজকরা। প্রথমে তাঁরা বুঝে উঠতে পারেননি কী হয়েছে। কার্লসেন উঠে যাওয়ার কয়েক সেকেন্ড পরে নিমানও খেলা ছেড়ে উঠে যান।

এর আগে সিংকুইফিল্ড কাপে প্রতিযোগিতা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন কার্লসেন। সেইসময় একটি টুইটও করেছিলেন তিনি। সেখানে তিনি লিখেছিলেন, “প্রতিযোগিতা ছেড়ে দিলাম। সেন্ট লুইস দাবা ক্লাবে খেলতে খুব ভাল লাগল। আশা করি ভবিষ্যতে আবার খেলব।”

আরও পড়ুন:ক্রিকেটে একাধিক নতুন নিয়ম আনল আইসিসি, টি-২০ বিশ্বকাপ খেলা হবে নতুন নিয়মে