ঝুলিতে ভোট শূন্য। নির্বাচনে মানুষের কাছে বারেবারে প্রত্যাখিত হয়েছে বামেরা। তাও টিকে থাকার লড়াইয়ে এবার পথে নামল বামেরা। পুজোর ঠিক মুখে ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে মঙ্গলবার কলকাতার ধর্মতলায় ইনসাফ সভার ডাক দিয়েছে ডিওয়াইএফআই ( DYFI) এবং এসএফআই (SFI) রাজ্য কমিটি। ইতিমধ্যেই শুরু হয়েছে মিছিল। এর জেরে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।

আরও পড়ুন:জাতীয় সড়ক ও রেল অবরোধ করে বিক্ষোভ কুড়মি সম্প্রদায়ের , দুর্ভোগে যাত্রীরা

শিয়ালদহ, হাওড়া থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে মিছিল। ধীরে ধীরে ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে মিছিল।আর একটি মিছিল পার্ক স্ট্রিট থেকে ধর্মতলার দিকে এগিয়ে যাবে। মিছিলে যোগ দিয়েছে দলের কর্মীরা। আনিস খানের মুখোশ পড়ে মিছিল এগিয়ে যাচ্ছে। এদিকে এর মিছিলের জেরে তীব্র যানজট শুরু হয়েছে শিয়ালদহ সহ শহরের একাধিক এলাকায়। ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। এমনকি পুজোর আগে এধরণের মিছিলের জন্য ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ী মহল। আজকের এই মিছিলের জন্য রীতিমত ক্ষুব্ধ তারা।

এদিকে ধর্মতলায় এই মিছিল ঘিরে মঙ্গলবার সকাল থেকেই ধর্মতলা চত্বরে কড়া পুলিশি প্রহরা বসেছে, রয়েছে প্রিজন ভ্যানও। তাই এই মিছিল ঘিরে অশান্তির আশঙ্কা করা হচ্ছে।









































































































































