গ্রেফতার ভাদু শেখ খু*নের অন্যতম প্রধান অভিযুক্ত সোনা শেখ

0
1

পঞ্চায়েতের উপ প্রধান ভাদু শেখ খু*নে অন্যতম প্রধান অভিযুক্ত সোনা শেখকে গ্রেফতার করল সিবিআই। বীরভূমের সিউড়ি (Siuri) থেকে রবিবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

তৃণমূলের (TMC) বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ভাদু শেখকে (Bhadu Shekh) ২১ মার্চ রাতে বোমা মেরে ও গুলি করে হত্যার অভিযোগ ওঠে। মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে সোনা শেখের নাম। বগটুই-তে সোনা শেখের বাড়িতে আগুন লাগায় লাগানো হয়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক শিশু-সহ ৮ জনের। ঘটনা নিয়ে কলকাতা হাই কোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। আদালতের নির্দেশে বগটুই গণহত্যার তদন্তভার যায় সিবিআই-এর হাতে। ঘটনার পর থেকে পলাতক ছিলেন সোনা শেখ। প্রায় ৬ মাস পরে রবিবার তাঁকে গ্রেফতার করেন সোনা।