টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) ভারতীয় দলে (India Team) সুযোগ পেয়েছেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। সদ্য সমাপ্ত শেষ হওয়া এশিয়া কাপে (Asia Cup) সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে ক্যাচ ফেলে সমলোচিত হতে হয়েছিল অর্শদীপকে। এবার সেই অর্শদীপের প্রশংসায় মাতলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ডেথ ওভারে অর্শদীপের নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রশংসা করলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, “অর্শদীপের বোলিং আমাকে মুগ্ধ করেছে। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম বছরেই প্রবল চাপের মধ্যে ডেথ ওভারে যেভাবে অর্শদীপ ইয়র্কার করেছে তা মোটেই সহজ নয়। ও খুব বুদ্ধি করে বল করে। আমাদের দলে একজন বাঁ হাতি পেসারের খুব প্রয়োজন ছিল। সেই সমস্যা মিটিয়েছে অর্শদীপ। আইপিএলে ও ভাল বল করেছে। দেশের হয়েও অর্শদীপ সেটাই করছে।”

অর্শদীপ সিং আসায় ভারতীয় দলের বোলিংয়ে বৈচিত্র এসেছে বলে মনে করেন ভারত অধিনায়ক। এই নিয়ে তিনি বলেন, “আমরা বোলিং আক্রমণে বৈচিত্র আনতে চেয়েছিলাম। সেটা এতদিনে হয়েছে। অর্শদীপের আত্মবিশ্বাস রয়েছে। তাই অনেক বোলারকে পিছনে ফেলে ও এখন জাতীয় দলে। প্রথম বছরেই কোনও ক্রিকেটারের এত আত্মবিশ্বাস আমি খুব একটা দেখিনি। অধিনায়ক হিসাবে এতে আমার সুবিধা হবে।”
















































































































































