শিক্ষক নিয়োগে দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya) গ্রেফতার (Arrest) করল সিবিআই (CBI)। গত ২৪ অগাস্ট উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও ঠিক তার পরদিন অর্থাৎ ২৫ তারিখ বাঁশদ্রোণীর ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালান সিবিআই আধিকারিকরা। সেসময় বারবার তাঁর আমলে কোনও দুর্নীতি হয়নি বলে অভিযোগ জানালেও মিলল না রেহাই। সোমবার দুপুর গড়াতেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (VC of North Bengal University) গ্রেফতার করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। খুব শীঘ্রই আদালতে সুবীরেশকে নিজেদের হেফাজতে চেয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হবে। এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে তথ্য গোপন করার অভিযোগ রয়েছে। আর সেই কারণ দেখিয়েই এদিন সুবীরেশকে গ্রেফতার করা হল বলে সিবিআই সূত্রে খবর। মঙ্গলবার সুবীরেশকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানান হবে। এর আগে এই মামলায় শান্তিপ্রসাদ সিনহা, কন্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহাকে গ্রেফতার করা হয়।
সোমবারই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিবিআই জেরার মুখে বারবার জানিয়েছেন শিক্ষামন্ত্রী পদে থাকলেও তিনি আধিকারিকদের উপর ভরসা রেখেছিলেন। পার্থর দাবি আধিকারিকদের তৈরি করা নথিতে তিনি শুধু সই করতেন। পাশপাশি এদিন পার্থকে জিজ্ঞাসাবাদ করে নিয়োগ দুর্নীতি মামলায় সুবীরেশের যোগসূত্র খুঁজে পান আধিকারিকরা। তারপরই গ্রেফতার করা হয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। সিবিআই-র অভিযোগ, দুর্নীতি মামলার সবটাই জানতেন সুবীরেশ। তবে তিনি সবকিছু জানলেও এতদিন চুপ করেছিলেন। তদন্তকারীদের কোনওরকম ভাবে সাহায্য করেননি।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.