SSC দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা ইডি-র, ‘অপা’-র ১০৩ কোটির সম্পত্তির খতিয়ান

0
1

SSC দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিল ইডি (ED)। তদন্ত শুরু ৫৮দিনের মাথায় ১৭২ পাতার চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিক। সেখানে নাম আছে প্রাক্তন মন্ত্রী ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukharjee)। সোমবার, বেলা পৌঁনে তিনটে নাগাদ দুটি ট্রাঙ্কে নথি নিয়ে ব্যাঙ্কশাল আদালতে যায় ইডি। আধঘণ্টা পরে চার্জশিট পেশ করে।

চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় মোট ১০৩ কোটির সম্পত্তির খতিয়ান রয়েছে। পার্থ ও অর্পিতার-সহ ৬ টি সংস্থার কথা চার্জশিটে উল্লেখ রয়েছে বলে খবর।
• পার্থ-অর্পিতার অস্থাবর সম্পত্তির সংখ্যা ৪০; মূল্য ৪০.৩৩ কোটি টাকা।
• পার্থ-অর্পিতার ৩৫ টি অ্যাকাউন্টের অর্থের পরিমাণ ৭ কোটি ৮৯ লক্ষ টাকা। প্রায় ৪৯ কোটি টাকা নগদ উদ্ধার।
• ৫ কোটি ৮ লক্ষ টাকার সোনা উদ্ধার।
• বাজেয়াপ্ত ফ্ল্যাট, বাগানবাড়ি, জমি, সোনার গয়না; সম্পত্তির পরিমাণ ১০৩ কোটি ১০ লক্ষ টাকা।

পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারে ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করেছে ইডি। এখনও পর্যন্ত SSC দুর্নীতিতে জড়িত সন্দেহে গ্রেফতার ৬ জন।