৫৮ দিনের মাথায় পার্থ-অর্পিতাকে চার্জশিট ইডির

0
1

বড় পদক্ষেপ ইডির। এবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ৫৮ দিনের মাথায় চার্জশিট দিতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।  সোমবার বিশেষ আদালতে চার্জশিট পেশ করা হবে। জানা গেছে,  চার্জশিটে  পার্থ ও অর্পিতা ছাড়াও আরও কয়েক জনের নাম রয়েছে।

আরও পড়ুন: নিজাম প্যালেসে পার্থ- কল্যাণময়ের স্বাস্থ্যপরীক্ষা, শারীরিক অবস্থা স্বাভাবিক

প্রসঙ্গত, গত ২২ জুলাই শুক্রবার, নিয়োগ দুর্নীতি-কাণ্ডে দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে হানা দেয় ইডি। তার পর টানা জিজ্ঞাসাবাদের শেষে সে দিন গভীর রাতে পার্থকে গ্রেফতার করে ইডি আধিকারিকরা। পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কেও। বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন পার্থ। তার আগে প্রেসিডেন্সি জেলে বন্দি ছিলেন তিনি। অন্যদিকে, অর্পিতার ঠিকানা আলিপুর সংশোধনাগার।
পার্থ-অর্পিতা ছাড়াও নিয়োগ দুর্নীতি-কাণ্ডে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‌‌হা ও কমিটির প্রাক্তন সদস্য অশোক সাহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছে। এরপর থেকে পার্থকে জেরা শুরু করেছে সিবিআই। গত শনিবার থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দফায় দফায় জেরা করছেন সিবিআই আধিকারিকরা। এবার সেই জেরায় বিস্ফোরক দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। জেরার মুখে পার্থ বলেছেন, ‘আমি শুধু ফাইলে সই করতাম’। তিনি দাবি করেছেন, নিয়োগ দুর্নীতিতে তাঁর বিশেষ কোনও ভূমিকা ছিল না, তাঁর কাছে ফাইল পাঠানো হত, আর সেই ফাইলে সই করতেন তিনি।

মনে করা হচ্ছে, সোমবার চার্জশিট পেশের পর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের গতিপ্রকৃতি আরও জোরদার করবে সিবিআই।