অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আসর। সেই মেগা টুর্নামেন্টে বিরাট কোহলি (Virat Kohli) ওপেন করবেন কিনা সেই নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টি-২০ বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতী দল। ২০ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নামবে রোহিত শর্মা-বিরাট কোহলিরা। সেই সিরিজের প্রথম ম্যাচের আগে টি-২০ বিশ্বকাপে বিরাটের ওপেন করা নিয়ে মুখ খুললেন রোহিত।

এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে নামার আগে সাংবাদিক বৈঠকে রোহিতকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপে কি কোহলিকে ওপেন করতে দেখা যাবে? জবাবে রোহিত বলেন, “কোহলি একটা বিকল্প। এরকম বিকল্প থাকলে ভাল হয়। বিশ্বকাপে আপনি এমন দল চান যেখানে যে কেউ যে কোনও জায়গায় ব্যাট করতে পারবে। যদি আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করি তাতে তো কোনও সমস্যা নেই।”
এর পাশাপাশি রোহিত আরও বলেন,” কোন ক্রিকেটারকে দলের জন্য কোথায় কাজে লাগতে পারি সেটা আমরা জানি। কোহলি আগেও ওপেন করেছে। সেটা আমাদের মাথায় আছে। বিশ্বকাপে ও অবশ্যই আমাদের জন্য একটা বিকল্প। ও থাকায় তৃতীয় ওপেনার নিতে হয়নি আমাদের। দরকার পড়লে ওকে ওপেনিংয়ে কাজে লাগানো হবে।”

তবে তিনি এটাও নিশ্চিত করেছেন যে, টি-২০ বিশ্বকাপে রোহিতের সঙ্গে ওপেন করবেন কেএল রাহুলই। সেই সম্পর্কে রোহিত বলেন, ‘কেএল রাহুল টি-২০ বিশ্বকাপে ওপেন করবেন। ওর পারফরম্যান্স মাঝে মাঝে নজরে পড়ে না।

আসলে ২০২২ এশিয়া কাপে বিরাট কোহলি আফগানিস্তানের বিরুদ্ধে ওপেন করেই প্রায় তিন বছর বাদে শতরানের মুখ দেখেন। ২০১৯ সালের নভেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে সেঞ্চুরি করার পর, ফের এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করেন কোহলি। আর এরপর থেকেই তাঁকে ওপেন করানোর দাবি জোরদার হয়েছে। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন, টি-২০ বিশ্বকাপে কোহলিকে দিয়েই ওপেন করানো উচিত।
আরও পড়ুন:‘বিরাট-রোহিতের থেকে অনেক ক্ষমতা রাহুলের’, বললেন গম্ভীর














































































































































