নাম না করে শুভেন্দু অধিকারীকে তোপ দাগলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। নবান্ন অভিযান চলাকালীন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্তব্যের প্রসঙ্গ তুলে বিরোধী দলনেতাকে কার্যত ধুয়ে দিলেন তিনি। বললেন, যারা তাণ্ডব করছেন, গুন্ডামি করছেন, যারা বলছেন ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেলস, যদি দলের নির্দেশ আসে ১০ মিনিট লাগবে না ঘটি-বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে দিতে।
গত ১৩ সেপ্টেম্বর, মঙ্গলবার তিন দিক থেকে নবান্ন ঘেরার লক্ষ্য ছিল বিজেপি-র (BJP) সেই মতো পিটিএস থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে নবান্ন অভিমুখে রওনা দেন শুভেন্দু, লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহারা। কিন্ত শুরুতেই তাঁদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেডের তুলে আটকে দেওয়া হয় বিজেপি কর্মী-সমর্থকদের। তাতে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেই সময় এক মহিলা পুলিশ কর্মী এসে পিছিয়ে যেতে বললে ফুঁসে ওঠেন শুভেন্দু। মহিলা পুলিশ কেন তাঁর গায়ে হাত দিচ্ছেন, প্রশ্ন তোলেন। শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি, আই অ্যাম মেল। চলো…ডোন্ট টাচ। ডোন্ট টাচ। ডোন্ট টাচ। আপনার লেডিরা আমার গায়ে হাত দিয়েছে।’
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.