দোরগোড়ায় পুজো। তার আগে ডেঙ্গু নিয়ে বাড়ছে উদ্বেগ। তারই মাঝে আজ, শনিবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলির গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে স্বাস্থ্যভবন। জানা গিয়েছে, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের উপস্থিতিতে ভার্চুয়ালি এই বৈঠক হবে। ডেঙ্গু চিহ্নিতকরণ ও চিকিৎসা নিয়ে সরকারের যে নির্দেশিকা, বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলি যাতে তা মেনে চলে মূলত সেই বিষয় এদিন হাসপাতালগুলির প্রতিনিধিদের স্মরণ করিয়ে দেওয়া হতে পারে।

অন্যদিকে, ডেঙ্গু যেহেতু একটি নোটিফায়েবল ডিজিজ, তাই ডেঙ্গু ধরা পড়লে এবং কোনও রোগী ডেঙ্গুতে মারা গেলে তা যাতে তৎক্ষনাত সরকারকে জানানো হয় সে ব্যাপারেও নির্দেশ দেওয়া হতে পারে আজ। তাই ডেঙ্গু নিয়ে সরকারের ডেটাবেস যাতে শুধুমাত্র সরকারি হাসপাতাল নির্ভর না হয়, সে ব্যাপারে নিশ্চিত হতে চাইছে স্বাস্থ্য দফতর।
এ বছর রাজ্যজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। জেলা ও পুরসভা এলাকাগুলিতেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যেমন প্রশাসনের তরফে সচেতনতা বাড়ানো হচ্ছে, তেমনই চিকিৎসা ব্যবস্থাকেও কার্যকরী করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতে থাকতেই ডেঙ্গু মোকাবিলায় উদ্যোগী হয়েছে স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন:প্রকাশিত হল “সময় যানের ইতিহাস”
















































































































































