মুম্বইয়ের নতুন হেডকোচ হলেন মার্ক বাউচার

0
2

মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলে কোচ বদল। মুম্বইয়ের নতুন হেডকোচ হলেন মার্ক বাউচার (Mark Boucher)। এতদিন মুম্বইয়ের দায়িত্ব সামলেছেন মাহেলা জয়বর্ধনে। এবার তাঁর জায়গায় বাউচার। আগামী মরশুম থেকে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্ব সামলাবেন তিনি। এদিন এমনটাই জানান হল মুম্বইয়ের তরফ থেকে।

 

মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্বে আসার পর বাউচার বলেন, “মুম্বইয়ের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়া একটি সম্মানের বিষয়। একটি ফ্র্যাঞ্চাইজি হিসেবে তাদের ইতিহাস নজর কাড়া। বিশ্বের সব খেলাধুলায় সবচেয়ে সফল স্পোর্টস ফ্র্যাঞ্চাইজি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে তারা। আমি চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে রয়েছি এবং ফলাফলের প্রয়োজনীয়তাকে সম্মান করি। দলটি শক্তিশালী নেতৃত্ব এবং ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী ইউনিট। আমি এই গতিশীল সত্তার মান যোগ করার জন্য উচ্ছসিত।”

কিছু দিন আগেই মাহেলা জয়বর্ধনে দায়িত্ব ছেড়ে দেন মুম্বই ইন্ডিয়ান্স থেকে। তাঁর জায়গায় কে কোচ হবেন, তা নিয়ে ধোঁয়াশা ছিল। বাউচার দক্ষিণ আফ্রিকার কোচ। তবে টি-২০ বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়বেন তিনি।

আরও পড়ুন:ইংল‍্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ হাতছাড়া ভারতের