রাজ্যে আরও নতুন বিমানবন্দর। বৃহস্পতিবার, পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেডিয়ামে টাটা মেটালিক্স সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে গিয়ে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পুরুলিয়াতে এবার নতুন বিমানবন্দর (Airport) করা হবে। ইতিমধ্যেই বাংলায় তিনটি বিমানবন্দর তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। প্রথমটি বালুরঘাটে। দ্বিতীয় কোচবিহারে। আর তৃতীয়টি মালদহে। তবে, কেন্দ্রের অসহযোগিতায় ক্ষুব্ধ মুখ্য়মন্ত্রী।
কোচবিহারে বিমানবন্দরের কাজ অনেকটা হয়ে গেছে। কিন্তু রাজ্য সরকার এই বিমানবন্দরটিকে আরও বাড়ানোর জন্য উদ্যোগ নিচ্ছে, যাতে বড় বিমান ওঠানাম করতে পারে। কিন্তু এই বিমানবন্দর তৈরির ক্ষেত্রে, কেন্দ্র সরকার অনুমতি দিচ্ছে না বলে খড়্গপুরের সভা থেকে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো অসন্তোষের সুরে মুখ্যমন্ত্রী বলেন, “এই তিনটি বিমানবন্দরের জমি রেডি করে রেখে দিয়েছি। কিন্তু কেন্দ্র সরকার অনুমতিই দিচ্ছে না।” এছাড়াও অন্ডাল বিমানবন্দর আন্তর্জাতিক মানের হবে বলে, এদিন ঘোষণা করেন মমতা।
ইতিমধ্যেই রাজ্য সরকার বাংলায় ২৬টি হেলিপ্যাড (Helipad) তৈরি করেছে। দিঘা ও গঙ্গাসাগরের মতো জায়গায় হেলিপ্যাড আছে বলে জানান মুখ্যমন্ত্রী।