কয়লা পাচার কাণ্ডে এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পাশাপাশি তৎপর সিআইডি। এবার আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করল সিআইডি। আগামিকাল, অর্থাৎ শুক্রবার ভবানীভবনে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন: কয়লা পাচার মামলার তদন্তে ভবানী ভবনে তিন পুলিশ আধিকারিক

এর আগে কয়লা পাচার মামলায় আসানসোল এলাকা থেকে বেশ কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এমনকি ২০১৯-২০২১ পর্যন্ত খনি এলাকার দায়িত্বে থাকা কিছু কর্মী আধিকারিককে জেরা করা হয়। সিআইডি সূত্রে খবর, এইসব আধিকারিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করেই উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। এমনকি উঠে এসেছে আসানসোলের প্রাক্তন মেয়রের নামও। সেই ভিত্তিতেই তাঁকে ডেকে পাঠিয়েছে সিআইডি।
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ছাড়াও আসানসোল জেলা বিভাগীয় ইনচার্জ বিদ্যাসাগর চক্রবর্তী, আসানসোলের বিজেপি নেতা সুব্রত মিশ্র, বাঁকুড়া জেলার প্রাক্তন বিজেপি সভাপতি বিবেকানন্দ পাত্রকেও সিআইডির তরফে নোটিস পাঠানো হয়েছে।
আগামিকাল ভবানি ভবনের তলবে জিতেন্দ্র হাজিরা দেবেন কিনা প্রশ্নের উত্তরে বিজেপি নেতা জানান, ‘‘আমার কাছে এ রকম কোনও নোটিস আসেনি। কেউ ফোন, ইমেল বা হোয়াটসঅ্যাপেও জানায়নি।’’









































































































































