ছেলেধরা সন্দেহে চার সাধুকে গণপিটুনি! ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাংলি জেলার লাভানা গ্রামে। ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, গাড়ি থেকে টেনে নামানো হচ্ছে সাধুদের। এরপর তাঁদের নিগ্রহ করার সঙ্গে বেল্ট দিয়েও পেটানো হচ্ছে।

জানা গিয়েছে, ওই সাধুরা উত্তরপ্রদেশের একটি আখড়ার সদস্য। কর্ণাটকের বিজাপুর থেকে একটি গাড়িতে মহারাষ্ট্রের মন্দির শহর পান্ধারপুরে যাচ্ছিলেন। যাওয়ার সময় রাস্তা জানতে লাভানা এলাকায় গাড়ি থামিয়েছিলেন ওই সাধুর দল। সেখান থেকে গন্তব্যের রওনা দেওয়ার আগে তাঁরা স্থানীয় একটি বালককে রাস্তা জিজ্ঞেস করছিলেন ৷ সেই সময় তাঁদের ছেলেধরা সন্দেহে ঘিরে ধরে স্থানীয়রা ৷ এ নিয়ে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কিও শুরু হয়ে যায় ৷ তখনই সেখানকার স্থানীয়দের সন্দেহ হয়, ওই সাধুরা ছেলেধরা চক্রের সঙ্গে জড়িত। তখনই তাঁদের গাড়ি থেকে টেনে নামিয়ে আনে স্থানীয় মানুষজন। এরপরই তাঁদের মারধর ও নিগ্রহ করা হয় বলেই অভিযোগ। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তৎপর হয় পুলিশ। সাধুদের নিগ্রহে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই ৬ জনকে গ্রেফাতার করা হয়েছে। ঘটনায় চরম ক্ষোভপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম। উল্লেখ্য, ২০২০ সালে মহারাষ্ট্রের পালঘরে দু’জন সাধুকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়।
আরও পড়ুন- মুখে মা দুর্গা বলেও মহিলাদের ঘৃণা করেন, পুরুষরাই পছন্দ ওনার”, শুভেন্দুকে খোঁচা অভিষেকের









































































































































