বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) ধর্মীয় উস্কানিমূলক বিতর্কিত মন্তব্যের পর যোগী-রাজ্য উত্তরপ্রদেশে (Uttarpradesh) একের পর এক হিংসার ঘটনা ঘটে। সেই অশান্তির আঁচে প্রচুর সরকারি সম্পত্তি ধ্বংস ও ক্ষয়ক্ষতির অভিযোগ ওঠে। তখন বিক্ষোভকারীদের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল যোগী আদিত্যনাথ সরকারের (Adityanath Government)। মঙ্গলবার নবান্ন অভিযানের (Nabanna Abhijan) নামে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবের পর যোগী রাজ্যের বুলডোজার মডেলের প্রসঙ্গ টেনে আনলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)।
এদিন একটি ট্যুইটে খোঁচা দিয়ে মহুয়া লেখেন, “বাংলা যদি ভোগী অজয় বিস্তের মডেল ব্যবহার করে যারা সরকারি সম্পত্তি নষ্ট করেছে সেই বিজেপি কর্মীদের বাড়িতে বুলডোজার পাঠাত, তাহলে কেমন হত? বিজেপি কি নিজেদের নীতিতে অনড় থাকবে?”
What if Bengal used Bhogiji Ajay Bisht’s model & sent bulldozers to homes of BJP workers who destroyed public property yesterday?
Will BJP stand by own policy or get their chadds in a twist?
— Mahua Moitra (@MahuaMoitra) September 14, 2022
প্রসঙ্গত, নবান্ন অভিযানের নামে মঙ্গলবার বিজেপি পরিকল্পিত হামলা ও হিংসার ঘটনা ঘটায় বহু জায়গায়।সাঁতরাগাছি থেকে শুরু করে হাওড়া ময়দান রণক্ষেত্র হয়ে ওঠে। বিজেপির ঝান্ডা হাতে কলকাতায় এমজি রোডের ওপর, লালবাজারের কাছে আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। বেধড়ক মারধর করা হয় পুলিশকর্মী ও আধিকারিকদের। তারই প্রেক্ষিতে উত্তরপ্রদেশের যোগী মডেলের প্রসঙ্গ টেনে বিজেপিকে একহাত নেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।